Latest News

Padma bridge general knowledge 2021

Niyogbd May 27, 2021

 

Padma bridge length, Padma bridge update, Padma bridge cost, Padma bridge latest news, Padma bridge span number, Padma bridge design, Padma setu length, Padma bridge composition, পদ্মা সেতু কত কিলোমিটার, পদ্মা সেতুর দৈর্ঘ্য, পদ্মা সেতুর কাজ, পদ্মা সেতুর বাজেট, পদ্মা সেতুর বর্তমান অবস্থা, পদ্মা সেতুর সর্বশেষ খবর, podda setu nirman

 

পদ্মা সেতুর সম্পর্কে সাধারণ জ্ঞান

 

পদ্মা নদীর ওপর নির্মাণাধীন পদ্মা সেতু বাংলাদেশের একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এ মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে। দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সঙ্গে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে এই সেতুর মাধ্যমে। পদ্মা সেতু পদ্মা সেতু বাংলাদেশের মতো উন্নয়ননশীল দেশের জন্য পদ্মা সেতু হচ্ছে ইতিহাসের একটি বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাস ব্রিজটির ওপরের স্তরে রয়েছে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে রয়েছে একটি একক রেলপথ। পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর আববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যর ৪১টি স্প‌্যান বসানোর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮ দশমিক ১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হয়েছে দেশের সবচেয়ে বড় এই সেতু। এটির জন্য প্রয়োজনীয় এবং অধিগ্রহণকৃত মোট জমির পরিমাণ ৯১৮ হেক্টর।

 

পদ্মা সেতু সম্পর্কে সকল তথ্যাদি:

 

 • পদ্মা সেতুর প্রাক-সম্বাব্যতা যাচাই - ১৯৯৯ সালে, এর মধ্য দিয়ে পরিকল্পনা প্রক্রিয়া শুরু।

 • চুড়ান্ত সম্ভাব্যতা যাচাই হয় ২০০৫ সালে, জানানিদের সহায়তায়।

 • মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই ২০০১ (স্থাপন করেন তদানীন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা)

 • প্রকল্পের অর্থায়নে জাপানের সাথে চুক্তি হয়েছেল – ৪ ডিসেম্বর ২০০১ (সমীক্ষায় ব্যয় ধরা হয় প্রায় ৫৩ কোটি টাকা)

 • নকশা প্রণয়ের কাজ শুরু হয় -২০০৯ সালে ২ ফেব্রুয়ারী

 • সেতুর দরপত্র আহ্বান -২০০৯ সালের এপ্রিলে (বিশ্বব্যাংকের আপত্তিতে পূণরায় দরপত্র আহ্বান ১১ অক্টোবর)

 • সেতুর প্রকল্পে বিম্বব্যাংকের সাথে ঋণ চুক্তি হয়েছিল ২৮ এপ্রিল ২০১১ (১২০ কোটি ডলারের)

 • বিশ্বব্যাংক চুক্তি বাতিল করে-৩০ জুন ২০১২।

 • সেতুতে রেলপথ সংযুক্তির সিদ্ধান্ত হয় -২০১১ সালের ১১ জানুয়ারী (রেললাইন হবে দ্বিতলবিশিষ্ট, সেতুর নিচ তলায়, স্প্যানের মধ্য দিয়ে।

 • নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত - ৯ জুলাই ২০১২ মন্ত্রীসভায় বৈঠকে।

 • বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংককে চিঠি দিয়ে অর্থায়নের অনুরোধ ফিরিয়ে নেয় - ৩১ জানুয়ারী ২০১৩

 • নিজস্ব অর্থায়নে নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্র আহ্বান - ২০১৩ সালের জুন।

 • মাওয়া-জাজিরা প্রান্তে পদ্মা সেতু নির্মাণের পরামর্শ দেয় – জাপানের দাতা সংস্থা জাইকা (২০০৪ সালে)

 • পদ্মা সেতু প্রকল্পের প্রথম ব্যয় একনেকে পাশ হয় - ২০০৭ সালে (ব্যয়:১০,১৬২ কোটি টাকা)

 

 

More Details

 

 

Related Post