চলমান সাজেদা ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ – Sajida Foundation Job Circular 2025 

4/5 - (1 vote)

সাজেদা ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ – Sajida Foundation Job Circular 2025 প্রকাশিত হয়েছে। বাংলাদেশের অন্যতম এবং বৃহত্তম এনজিও সংস্থা সজেদা ফাউন্ডেশন তাদের কার্যক্রম বৃদ্ধি এবং পরিসেবা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আর একই ধারাবাহিকতায় সাজেদা ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ – Sajida Foundation Job Circular 2025 প্রকাশ করেছে। চলুন সাজেদা ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ – Sajida Foundation Job Circular 2025 এর চলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নেই। 

সাজেদা ফাউন্ডেশন  

সাজেদা ফাউন্ডেশন হলো বাংলাদেশের মূল্যবোধ – চালিত একটি বেসরকারি এনজিও সংস্থা। সাজেদা ফাউন্ডেশন স্বাস্থ্য, সুখ এবং সমাজে সকলের সমান মর্যাদা প্রতিষ্ঠের লক্ষ্যে কাজ করে থাকে। এছাড়া সাজেদা ফাউন্ডেশন জলবায়ু মোকাবিলা, নারীদের স্বাস্থ্য ও জীবিকা উন্নয়ন এবং মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য কাজ করে। 

রেনাটা লিমিডেট ( পূর্বে ফাইজার বাংলাদেশ লিমিডেট ) এর প্রক্তন চেয়ারম্যান এবং মালিক সৈয়দ হুমায়দ কবির  সাজেদা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সৈয়দ হুমায়ন কবির ১৯৮৭ সালে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনতে একটি ছোট গ্যারেজ স্থাপনের মধ্যে দিয়ে সাজেদা ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেন। 

বর্তমানে সাজেদা ফাউন্ডেশন সারা বাংলাদেশের ৩৬ টি জেলাতে ৪০৯ টি ইউনিট অফিস পরিচানলা করছে। এদের মধ্যে মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের জন্য ৩৮১ টি শাখা রয়েছে।   

সাধারণত সাজেদা ফাউন্ডেশনের বেতন ১৫, ০০০ টাকা শুরু করে ১ লক্ষ টাকা অব্দি হয়ে থাকে। মূলত, পদবী এবং অভিজ্ঞতার ভিত্তিতে সাজেদা ফাউন্ডেশনের বেতন ভিন্ন ভিন্ন স্কেলের হয়ে থাকে। 

সাজেদা ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ – Sajida Foundation Job Circular 2025

সাজেদা ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ – Sajida Foundation Job Circular 2025 এর চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পর্যায়ক্রমে দেওয়া হলো। বিশেষ দ্রষ্টব্য: সাজেদা ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ – Sajida Foundation Job Circular 2025 এই আর্টিকেলটি নিয়মিত আপডেট করা হয় এবং নিয়মিত নতুন বিজ্ঞপ্তিগুলো যুক্ত করা হয়। 

বর্তমানে সাজেদা ফাউন্ডেশন নিয়োগ ২০২৫ – Sajida Foundation Job Circular 2025 এর কোন নিয়োগ বিজ্ঞপ্তি নেই। তবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই এই আর্টিকেল এর মাধ্যমে যুক্ত করা হবে। 

তবে, যদি কোন প্রার্থী নিজেকে যোগ্য মনে করেন তবে খুব সহজেই সাজেদা ফাউন্ডেশন এর ওয়েবসাইটের ক্যারিয়ার পেজের মাধ্যমে সিভি জমা দিতে পারবেন। আর আপনার সিভি যদি কর্তৃপক্ষের ন্যায় যোগ্য মনে হয় তবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে। 

নিজ থেকে সাজেদা ফাউন্ডেশন এ সিভি পাঠানোর লিংক পেতে নিচের আবেদন করুন বাটনে ক্লিক করুন। 

Leave a Comment