বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগ ঢাকা ৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে পিও, স্টেনো টাইপিস্ট, ড্রাইভার, এম,এল,এস,এস এবং ড্রাইভার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আ্পীল বিভাগ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো।
ক্রমিক | পদের নাম | পদের সংখ্যা | বেতন স্কেল (গ্রেড) | শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা |
১ | ব্যক্তিগত কর্মকর্তা (পি,ও) | ০২ | ১৬০০০-৩৮৬৪০ (গ্রেড-১০) | স্নাতক ডিগ্রী। সাঁটলিপি ও টাইপিং-এ দক্ষ এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা। |
২ | স্টেনো-টাইপিস্ট | ০৩ | ১০২০০-২৪৬৮০ (গ্রেড-১৪) | উচ্চ মাধ্যমিক/সমমান ডিগ্রি । সাঁটলিপি ও টাইপিং-এ দক্ষ। কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা। |
৩ | ড্রাইভার | ০১ | ৯৩০০-২১৮০০ (গ্রেড-১৬) | এস.এস.সি/সমমান। বৈধ ড্রাইভিং লাইসেন্স। |
৪ | এম,এল,এস,এস | ০১ | ৮২৫০-২০০১০ (গ্রেড-২০) | ৮ম শ্রেণী পাস। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার। |
৫ | চৌকিদার | ০১ | ৮২৫০-২০০১০ (গ্রেড-২০) | ৮ম শ্রেণী পাস। |
আবেদনের শর্তাবলী
০১। প্রার্থীর বয়সসীমা ৩১ ডিসেম্বর ২০২৪ ইং তারিখের মধ্যে ১৮-৩২ বছর হতে হবে।
০২। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ১৯ ডিসেম্বর ২০২৪ ইং এবং শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ ।
০৩। SMS এর মাধ্যমে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ ২০০/- টাকা ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আ্পীল বিভাগ শূন্যপদে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে নীচের আবেদন করুন বাটনে ক্লিক করুন।